• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

পত্নীতলায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।

নিউজ রুম / ১২
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

 

মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় ফারুক হোসেন (৩৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত ফারুক হোসেন উপজেলার পূর্বপাটিচড়া গ্রামের গহির মন্ডলের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসি ও পরিবার সূত্রে জানা যায় বুধবার (২৫ ডিসেম্বর ) আনুমানিক সকাল সাড়ে ৬ টায় বাড়ীর দরজার সামনে একটি গাছে ঝুলে ছিল ফারুকের মৃতদেহ। প্রতিবেশীরা দেখতে পেয়ে চিৎকার চেচামেচিতে সবাই এগিয়ে আসে পরে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় ও পরিবারের সদস্যদের ধারনা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঋণ দেনার চাপে সে এভাবে আত্মহত্যা করতে পারেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/