• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে দুইটি দোকান পুড়ে ছাই

নিউজ রুম / ১৭
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে দুইটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে দোকানীদের আনুমানিক ৬ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি রবিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের কলেজ বাজারে ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

স্থানীয়রা জানান,রাত সাড়ে ১০ টার দিকে বাজারের পশ্চিম মাথায় মা ওয়ার্কসপ ও মা-বাবা দোয়া মুদি দোকান আগুন লাগে।মুহুর্তের মধ্যেই আগুনের গতি বেড়ে যায় প্রথমে স্থানীয়রা চেষ্টাকরে ব্যার্থ হয়। এরপর বিষয়টি কলাপাড়া ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তাদের ধারণা বাহাদুর মিয়ার ওয়ার্কশপ থেকে শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস কলাপাড়া স্টেশন অফিসার মোঃ ইলিয়াস ইসলাম বলেন,খবর শোনার সাথে সাথে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থালে এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি, অগ্নিকাণ্ডের আনুমানিক ক্ষয়ক্ষতি ৬ লাখ টাকার মত হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/