মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধি।।
পটুয়াখালীর মহিপুরে যথাযথ মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
অনুষ্ঠানে মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজের সঞ্চালনায় বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মহিপুর বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন থানা বিএনপির দপ্তর সম্পাদক কাওসার মনির, মহিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি সজিব হাওলাদার, থানা শ্রমিক দলের সভাপতি পিন্টু ভদ্র, যুগ্ম আহবায়ক সাগর শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ খান ও সদস্য সচিব আতিকুর রহমান মিলন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সভাপতি তানজিল আলম, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল-আমিন ও সাধারণ সম্পাদক আসলাম হাওলাদার।
বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশপ্রেমের চেতনা বুকে ধারণ করে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে বিজয়ের গান, কবিতা আবৃত্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা ছিল অন্যতম আকর্ষণ।
বিজয় দিবস উদযাপনের মাধ্যমে মহিপুরের মানুষ জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়।
tawhidit.top/