• সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

কলাপাড়ায় রোকেয়া দিবসে ৫ জয়িতা পেল সম্মাননা ক্রেস্ট।

নিউজ রুম / ১৫
সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

“নারী-কন্যা সুরক্ষা করি,সহিংস মুক্ত বিশ্ব করি” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বরণাঢ্য এক রেলী বেরকরা হয়। রেলীটি উপজেলা প্রশাসন চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা তাসলিমা আক্তার। প্রধান অতিথি ছিলেন,কলাপাডা থানার অফিসার ইনচার্জ মো.জুয়েল ইসলাম। এসময় অন্যঅন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি সহকারি পরিচালক (সিপিপি) আছাদুজ্জামান খান, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন বিপু সহ সরকারি বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন শ্রেষ্ঠ জয়িতা নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরা হলেন,নিজের ওপর নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা মোসাম্মৎ লায়লা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তাপসী রানী, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোসাম্মৎ নাসিমা বেগম, সফল জননী সুফিয়া বেগম,ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য মোসাম্মৎ নাদিয়া আক্তার মুক্তাকে এ সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/