রতন, পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন (৭০) অসুস্থ হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে তাকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী। তিনি বলেন,শুক্রবার সকাল থেকে আব্বার পাতলা পায়খানা, পেট ব্যথা ছিল। একটু বেশি সমস্যা হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করাইছি কিন্তু শরীর অবনতি হলে আজ (৭ ডিসেম্বর) ১২ টায় রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করিয়েছি।
রমজান আলী ও আবু তাহের হোসেন বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
tawhidit.top/