• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

শীতকালীন সবজি চাষে ব্যাপক সম্ভাবনা দেখছেন নওগার বদলগাছির চাষিরা।

নিউজ রুম / ১৬
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

নওগাঁ বদলগাছী প্রতিনিধি:

শীত এলেই কদর বাড়ে নানা রকম সবজির। এই শিতে বদলগাছির মাঠজুড়ে নানা রকম সবজির সমারোহ। এই শীতকালীন আগাম সবজি চাষে ব্যাপক সম্ভাবনা দেখছেন নওগাঁর বদলগাছির চাষিরা।

নানারকম সবজিতে ভরপুর উত্তরের জেলা নওগাঁর বদলগাছির মাঠগুলো। হিমেল বাতাসে ফসলের ফুলে ফুলে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। এবার প্রতিবারের তুলনায় আবহাওয়া ভালো থাকায় খরচ তুলনামূলক কম , বাজারে দাম ও ভালো থাকায় লাভের স্বপ্ন দেখছেন চাষিরা।

শীতকালীন এই সবজি চাষে জৈব রাসায়নিক এর ব্যবহারে সর্বদা সহযোগিতা করছে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা জানালেন এই উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান।

 

শীম,আলু, লাউ কিংবা বেগুন। বাহারি রকম সবজিতে ভরপুর ফসলের মাঠ । এই সবজি চাষেই স্বপ্ন এখন কৃষকের চোখে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/