Loading ...
  • রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:১২ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী অসচ্ছল মেধাবী ২১ জনকে অর্থ সহায়তা প্রধান।

নিউজ রুম / ৯২
শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

জন্ম হোক স্বতঃস্ফূর্ত,কর্মে হোক সমৃদ্ধি এ স্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী বন্ধু সংগঠন ‘মানবিক ৯০। এ উপলক্ষে শনিবার (৩০ নভেম্বর) বেলা এগারোটায় কলাপড়া মহিলা ডিগ্রী কলেজে এ সংগঠনটি একটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মানবিক ৯০ এর সভাপতি ও কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আসলাম সিকদার।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ,চাকামাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর ফকির,হাজী আবদুস সোবহান সিকদার মডেল একাডেমীর প্রধান শিক্ষক মিজান শিকদার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফোরকান তালুকদার সহ মানবিক ৯০’র সদস্যরা ও গণমাধ্যম কর্মী ইনডিপেনডেন্ট টেলিভিশনের কলাপাড়া প্রতিনিধি মোঃ ফরিদ উদ্দিন বিপু উপস্থিত ছিলেন।

এসময় ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী অসচ্ছল মেধাবী ২১ জন শিক্ষার্থীর প্রত্যেক’কে ২’হাজার ২’শত টাকা করে প্রদান করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/