মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ মাঠে রোভার স্কাউটের উদ্যোগে শুরু হয়েছে দু’দিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান।
আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় প্রধান অতিথি নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মতিউর রহামান এ ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় রোভার স্কাউট লিডার ও পদার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইব্রাহীম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কোহিনূর সুলতানা, স্কাউট সদস্যরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানে ৫০ জন রোভার সদস্য অংশ গ্রহন করেছেন। ক্যম্প সম্পন্ন করে তারা ‘তথ্য প্রযুক্তির ব্যবহার, সমাজ উন্নয়ন ও মানব সেবায় রোভারের ভূমিকা, দক্ষতা বৃদ্ধি, তাঁবুবাস, ব্যবহারীক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবেন। আগামীকাল রোববার বিকেলে দীক্ষা প্রদান, সাংষ্কৃতিক অনুষ্ঠান, ক্যাম্প ফায়ার ও সনদ বিতরণের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শেষ হবে।
tawhidit.top/