• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

কলাপাড়ায় অভিযান চালিয়ে ২৫ মন জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

নিউজ রুম / ২০
শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী।। 

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী তিনটি বাসে অভিযান চালিয়ে ১৭ ডোল ধরা নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাষন। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়ার শেখ কামাল সেতু এলাকা থেকে এ মাছের ডোল জব্দ করা হয়েছে। এসময় আরো অন্তত শতাধিক বৈধ সামুদ্রিক অন্যান্য মাছের ডোল জব্দ করা হয়। পরে বৈধ এসকল মাছ প্রকৃত মালিককে হস্তান্তর করে প্রশাসন। এছাড়া অবৈধ মাছগুলো উপজেলার ৯৬ টি মাদ্রাসা ও উপস্থিত জনতার মাঝে বিতরন করা হয়। অবৈধ মাছ বহনের ধায়ে আর পি পরিবহন,মর্ডান পরিবহন ও সি লাইন নামে তিন’টি পরিবহন জব্দ করাহয়। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো রবিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ১৭ টি ডোলে অন্তত ২৫ মন ধরা নিষিদ্ধ জাটকা জব্দ করেছি। এর সাথে অন্তত শতাধিক বৈধ মাছের ডোল ছিল সেগুলো প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছি। এগুলো পরিবহনের দায়ে গাড়ির চালক ও হেলপারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/