Loading ...
  • রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় কোচিং সেন্টারে পড়া অবস্থায় নয় ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

নিউজ রুম / ১৬৫
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

পটুয়াখালীর কলাপাড়ায় কোচিং সেন্টারে পড়া অবস্থায় ৯ ছাত্রী অসুস্থ হয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (২৭) নভেম্বর রাত নয়টার দিকে পৌর শহরের রহমতপুর জিএম এস টিসিং হোম কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা হলেন,শারমিন(১৪) সমৃদ্ধা(১৩) ফাতিমা (১৪) ফারজানা (১৪) জেরিন (১৪) রুবা(১৪) ফাতিমা(১৩) হুমায়রা(১৫) ও মমতাজ(১৪)।

অসুস্থ শিক্ষার্থী ফারজানার বাবা মিলন জানান, কোচিং এর শিক্ষক তাকে ফোন করে জানান তার মেয়ে কোচিং এ পরা অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় হাসপাতাল নিয়ে আসা হয়েছে। এরপর তিনি এসে দেখেন তার মেয়ের মুখে অক্সিজেন লাগানো। শ্বাসকষ্টে কাতরাচ্ছে। কেন এমন হয়েছে তিনি বুঝতে পারছেন না। তবে আগামীকাল তার মেয়ের ফাইনাল পরীক্ষা কিভাবে পরীক্ষা দেবে সেই বিষয়ে তিনি এখন চিন্তিত।

আরেক শিক্ষার্থী হুমাইরার বাবা ব্যবসায়ী কবির জানান,তার তিনিও ফোনপেয়ে এসেছেন। এসে দেখেন মেয়ের মুখে মাস্ক লাগানো। অক্সিজেন চলছে প্রথম দিকে মেয়ে বেশি অসুস্থ থাকলেও পরবর্তীতে কিছুটা সুস্থ হয়েছে তাই তিনি স্বস্তি প্রকাশ করেছেন। তবে আগামীকালকের ফাইনাল পরীক্ষা নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

ওই কোচিংয়ের শিক্ষক রিপন জানান, প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট জনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে। পরপরই শিক্ষকের ঘরে থাকা নেবুলাইজার দ্বারা শিক্ষার্থীকে নেবুলাইজ করা হয়। ওই শিক্ষার্থীর সমস্যা দেখে আরও তিন শিক্ষার্থী একই ভাবে তাৎক্ষনিক অসুস্থ হয়ে পড়ে। তারপর তাদের সকলকে দ্রুত হসপিটালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলা অবস্থায় আরো ৫ জন সহ মোট ৯ শিক্ষার্থীকে ভর্তি করা হয়।

কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিকাশ রায় জানান,আহত সকল শিক্ষার্থী শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগতেছে। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন,এটি সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে। কারণ একজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার দেখাদেখি অন্য শিক্ষার্থী একই ভাবে অসুস্থ হয়েছে। তাদের সকলকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজনের সমস্যা একটু জটিলতা দেখা দেওয়ার কারণে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকিরা কিছুটা সুস্থ হয়েছে তাদের এখানেই রাখা হবে বলে তিনি জানিয়েছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/