• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

কলাপাড়ায় ইয়াবার বিশাল চালান জব্দ করেছে কোস্টগার্ড।

নিউজ রুম / ১১
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

 

মোঃ নাহিদুল হক কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাগ ভর্তি ইয়াবা জদ্ধ করেছে কোষ্টগার্ড। সোমবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড দক্ষিন জোন বিসিজি স্টেশন নিজামপুর কতৃক মহিপুর থানার নিজামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেন। অভিযান টের পেয়ে মাদক কারবারী ইয়াবা ভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া সেল কর্মকতা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। মঙ্গলবার সকালে জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মহিপুর থানায় হস্তান্তর করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, জব্দকৃত ইয়াবা থানার মালখানায় সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/