নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হচ্ছে কৃষক বাজার। উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনা ও আমরা কলাপাড়া বাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগীতায় উপজেলা প্রশাসন ভলিবল মাঠে এ বাজার চালু হচ্ছে। আগামী শনিবার (২৩ নভেম্বর) ভোর থেকে প্রতিদিন এই বাজার চালু থাকবে। এ বাজারে কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য যেমন লাউ,কুমড়া,বরবটি, করলা,বিভিন্ন শাক ফলমূল (পর্যায়ক্রমে মাছ,মাংস) কৃষকের মাধ্যমে সরাসরি ভোক্তাদের কাছে বিক্রয় করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল ইসলাম বলেন,এ বাজারে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না,দোকান ভাড়া নেই এবং কোনো খাজনা-খরচও নেই। তাই ভোক্তারা তুলনামূলক কম মূল্যে কৃষি পণ্য ক্রয় করতে পারবেন। এছাড়াও কৃষকদেরও কোন বাড়তি খরচ নেই। তাই আশাকরছি কৃষক ও ভোক্তা উভয় লাভবান হবেন।
tawhidit.top/