Loading ...
  • রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

পত্নীতলায় নেচে গেয়ে নবান্ন উৎসব উদযাপন

নিউজ রুম / ২১০
মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

 

মাসুদ রানা ,নওগাঁ (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী  সম্প্রদায়ের  মানুষরা তাদের নিজস্ব সাংস্কৃতিতে নবান্ন উৎসব উদযাপন করেছেন।

মঙ্গলবার  বিকেলে স্থানীয় কৃষ্ণবল্লভ মাঠে এসআইএল ইন্টারন্যাশনাল বেসরকারী সংস্থার আয়োজনে রজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমীর উপ পরিচালক বেনজামিন টুডু’র  সভাপতিত্বে বক্তব্য রাখেন   পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলন। আরও উপস্থিত ছিলেন  কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। আদিবাসী  নেতা  যতীন টপ্প, সুবোধ উড়াও প্রমূখ।

অনুষ্ঠানে নিজেদের ভাষা ও সাংষ্কৃতি তুলে ধরেন সাঁওতাল, উড়াও ও পাহানসহ কয়েকটি ক্ষুদ্র জাতি গোষ্ঠির  মানুষেরা। তারা ঢোল, মাদল ও কর্তালসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের মুর্ছনায় তাদের নিজস্ব ভাষায় নাচগান পরিবেশন করেন। এ উৎসব দেখতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ভীড় করেন।

এ সময় বিজয়ী সংস্কৃতিক দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/