• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

পীরগঞ্জে এতিমখানায় জিআর চাল বিতরণ।

নিউজ রুম / ৪২
সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

 

মোঃ রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।।

রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে এতিমখানায় বরাদ্দকৃত জিআর (গ্রাটুইটাস রিলিফ) চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ নভেম্বর) রবিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মতিন-এ উপস্থিতিতে এই চাল এর ডিও বিতরণ করা হয় । এতিম শিশুদের প্রয়োজন মেটানোর জন্য সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ২টন করে উপজেলার ১৮ টি এতিমখানার জায়গায় আজ ১৭টি এতিমখানায় জিআর চাল বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী, সমাজসেবী এবং এতিমখানার পরিচালনা কমিটির সদস্যরা। উপস্থিত সাংবাদিকরা এই বিতরণ কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মতিন বলেন, “সরকারের এই সহায়তা এতিম শিশুদের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সাংবাদিকদের উপস্থিতি এ ধরনের কার্যক্রমের প্রতি জনসাধারণের আস্থা বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে বলে মত দিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, জিআর তহবিল থেকে প্রাপ্ত এই চাল সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ, যা মানবিক সেবার মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সহায়তা করে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/