বিশেষ প্রতিবেদক।।
দেশের সাংবাদিকতা জগতে নতুন দিগন্ত উন্মোচন করলেন তরুণ ও প্রতিভাবান সংবাদকর্মী হাফিজুর রহমান আকাশ। শনিবার (১৬ নভেম্বর) রাজধানীতে আয়োজিত জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানে তাকে “বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪” প্রদান করা হয়েছে। তাঁর অগ্রগণ্য রিপোর্টিং দক্ষতা, তথ্য উপস্থাপনা ও সংবাদ সংগ্রহে অসামান্য অবদানের জন্য অ্যাওয়ার্ডটি তাকে দেওয়া হয়।
হাফিজুর রহমান আকাশ ২০১১ সালে সাংবাদিকতা পেশায় যোগ দেন। শুরুর দিকে বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় কাজ করলেও তাঁর কঠোর পরিশ্রম, সৃজনশীলতা ও নির্ভীক দৃষ্টিভঙ্গি তাকে দ্রুত পেশাগত উৎকর্ষে নিয়ে যায়। বিশেষত আকাশের অনুসন্ধানী সাংবাদিকতা ও মানুষের জন্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরায় তিনি প্রশংসিত হয়েছেন। তার প্রতিবেদনে নানা সামাজিক, রাজনৈতিক ও মানবিক বিষয় উঠে এসেছে, যা পাঠকের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
তিনি প্রতিবেদনের মাধ্যমে সমাজের বিভিন্ন দিক তুলে ধরেছেন। বিশেষ করে দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা ও সমাজের অজানা কাহিনীই তাঁর লিখনীর মূল উপাদান। তাঁর রিপোর্টগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ‘শিক্ষা খাতে দুর্নীতি এবং সরকারি প্রকল্পগুলোর বাস্তব চিত্র’। এই প্রতিবেদনে তিনি সরকারের বিভিন্ন প্রকল্পের অন্তর্নিহিত সমস্যা এবং বাস্তব অবস্থা তুলে ধরেন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আকাশের কাজের মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার মানবিক দৃষ্টিভঙ্গি। তিনি যেকোনো বিষয়কে শুধু তথ্যের মধ্যদিয়ে তুলে ধরেন না, বরং সেই বিষয়টি মানুষের জীবনে কী প্রভাব ফেলছে, তাও গভীরভাবে বিশ্লেষণ করেন। এর ফলে তার রিপোর্টগুলো অনেক সময় নীতিনির্ধারকদের কাছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন হিসেবে পরিগণিত হয়।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. মোহাম্মদ আবু তারিক, বিসিআইসি কলেজের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মশিউল আজম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ময়নুল আহসান বাদলসহ সাংবাদিকতা জগতের প্রখ্যাত ব্যক্তিত্ব, গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মনজুরুল বারী নয়ন।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ প্রাপ্তদের ভূয়সি প্রশংসা করেন। তাঁরা হাফিজুর রহমানের আকাশের প্রতিভার প্রশংসা করে ভবিষ্যৎ কর্মযাত্রার জন্য শুভকামনা জানান।
পুরস্কার গ্রহণের পর হাফিজুর রহমান আকাশ বলেন, ‘এই পুরস্কার শুধুমাত্র আমার একার নয়, এটি আমার সহকর্মী, বন্ধু এবং সংবাদপত্রের প্রতিটি সদস্যের সম্মান। আমি আশা করি, আমার কাজ আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং সংবাদপত্রের পেশায় আরো নতুন পরিবর্তন আসবে।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের জন্য একটি দায়িত্ব। সঠিক তথ্য প্রাপ্তি এবং এর যথাযথ উপস্থাপন সমাজের প্রতিটি স্তরে পরিবর্তন আনতে পারে।’
উল্লেখ্য, এ বছর দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের ১০ রিপোর্টারকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়।
tawhidit.top/