• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

পীরগঞ্জে চুরির নাটক সাজিয়ে গ্রেফতার হলো ৪ পরিকল্পনাকারীরা

নিউজ রুম / ৫৬
শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।।

রংপুরের পীরগঞ্জে চুরির নাটক সাজিয়ে স্বামী-স্ত্রীকে গরু চোর হিসেবে মারপিটের পর থানায় দিয়ে আসামীরাই ৪ টি গরু চুরি করার ঘটনা ঘটিয়েছে। শনিবার সকালে পীরগঞ্জ থানায় মামলার পর পুলিশ ৪ জনকে গ্রেফতার করে কোর্ট হাজতে পাঠিয়েছে। মামলা সুত্রে জানা গেছে, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের নুর ইসলামের সাথে প্রতিপক্ষ একই গ্রামের কামরুজ্জামান গং এর জমিজমা নিয়ে বিরোধ চলছে। দীর্ঘদিন ধরে কামরুজ্জামানের লোকজন নুর ইসলাম ফাঁসাতে ফন্দিফিকির করে আসছে। গত শুক্রবার ভোরে নুর ইসলাম এবং তার স্ত্রী মেহেরজান বেগম তাদের জমিতে পটল তুলতে গেলে কামরুজ্জামানের নেতৃত্বে ২০/২৫ জন লাঠি, ছোরা নিয়ে ওই স্বামী-স্ত্রী কে জমিতেই বেদম মারপিট করে। পরে তাদেরকে গরু চোর হিসেবে আটক করে টুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মন্ডলের কাছে পাঠায়। ওই চেয়ারম্যান গ্রাম পুলিশের মাধ্যমে আহত স্বামী স্ত্রীকে পীরগঞ্জ থানায় পাঠিয়ে দেন। এদিকে হামলার সময় আহত স্ত্রী মেহেরজান বেগমের কাছ থেকে তার বাড়ীর চাবি কেড়ে নিয়ে নুর ইসলামের বাড়ীর গেট খুলে আনুমানিক ৩ লক্ষ টাকা মুল্যের ৪ টি বিদেশি জাতের গরু প্রকাশ্য দিবালোকে নিয়ে যায়। এ ব্যাপারে থানার পুলিশ তদন্তের পর ঘটনার সত্যতা পেয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা নিয়ে ৪ জনকে গ্রেফতার করে। আহত নুর ইসলাম বাদি হয়ে ১২ জনকে এজাহারনামীয় সহ ২০/২৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলা (মামলা নং ২২, তারিখ ১৬/১১/২৪) করেছেন। গ্রেফতারকৃতরা হলো, কামরুজ্জামান (৪৫), নূর আলম মিয়া (৪০), ইদ্রিস আলী (৪৫), এবং মমিন মিয়া (৪৬)। ওসি এমএ ফারুক বলেন, ঘটনার তদন্তে সত্যতা পেয়ে মামলা নিয়ে গ্রেফতার করা হয়েছে। আসামিরাও তাদের অপরাধের কথা স্বীকার করেছে। অন্য আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/