• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

গলাচিপায় আসামীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মামলার বাদী

নিউজ রুম / ৩৩
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

 

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর গলাচিপায় আসামীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মামলার বাদী মো. শাহিন গাজী ওরফে হাদী গাজী (৫২)। মামলা করে বিপাকে পড়েছেন তিনি। আসামীরা এলাকার প্রভাবশালী থাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। উল্টো বাদী মামলা তুলে না নিলে তাকে আসামীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। প্রাণভয়ে বাদী পালিয়ে বেড়াচ্ছেন এমন অভিযোগ মো. শাহিন গাজী ওরফে হাদী গাজী। ঘটনা ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে স্লুইজ বাজারের পশ্চিম পাশে। এ বিষয়ে মো. শাহিন গাজী ওরফে হাদী গাজী বলেন, আমার ক্রয়কৃত সম্পত্তিতে ফলের বাগান করেছি। প্রভাবশালীরা আমার ফলের বাগানের সফলতা দেখে লোভের বশবর্তী হয়ে এবং আমাকে ক্ষতিগ্রস্থ করার জন্য আমার বাগানের বিভিন্ন ফলজ গাছ সহ অন্যান্য গাছপালা কেটে ফেলে। আমি গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করি। যার মামলা নং সিআর ১১৪৩/২৩। এ বিষয়ে একাধিকবার বসাবসি হলেও আমরা কোন সুরহা পাই নাই। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী পুলিশ ব্যুরো ইনভ্যাস্টিকেশনকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। আমার প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় টাকার বিনিময়ে পুলিশ ব্যুরোর তদন্ত কর্মকর্তাদের কৌশলে ম্যানেজ করে সত্যের বিপর্যয় এক মিথ্যা তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করে। আমি আদালতে উক্ত তদন্তের বিরুদ্ধে নারাজী দিলে আদালত পুনরায় তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। সিআইডির তদন্তকারী কর্মকর্তা মো. হানিফ গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করে যাওয়ার পরে আসামীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে ও আমার ছেলে সহ পরিবারের লোকজনকে প্রান নাশের হুমকি দিয়ে আসছে। আমি আসামীদের ভয়ে এখন বাড়ি থাকতে পারি না। আমি পুলিশ সুপার সহ প্রশাসনের সকলের সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে পটুয়াখালীর সিআইডির এসআই (নিরস্ত্র) মো. হানিফ বলেন, মামলাটির তদন্তভার আদালত আমাকে দিয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিরপেক্ষ সাক্ষী সহ অন্যান্য সাক্ষীদের সাথে কথা হয়েছে। অতি শীঘ্রই আদালতে প্রতিবেদন দাখিল করব।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/