• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

কলাপাড়ায় মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে ঘের মালিক গুরুতর আহত

নিউজ রুম / ৫৮
সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
Oplus_2

 

কলাপাড়া প্রতিনিধি।। 

পটুয়াখালী: কলাপাড়ায় মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে ঘেরের মালিক মোঃ রিফাত সিকদার (৩০) কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যা ৬ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মোঃ মঞ্জু সিকদারের ছেলে।

আত্মীয়স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেছেন।

আহত রিফাত সিকদার বলেন, নিজদের মাছের ঘের নিয়ে দ্বন্দ্ব চলছে, ঘটনার দিন সন্ধ্যায় বাসার ভিতর ছিলাম, এসময় নাঈম তালুকদারের নেতৃত্বে ৭/৮ জন হামলা চালায়। এসময় নাঈম তালুকদার তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে, এতে রিফাত রক্তাক্ত জখম হন।

এ বিষয়ে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, ঘটনা শুনেছি, চিকিৎসার পরামর্শ দেয়া হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/