• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

জাতিসংঘের আমন্ত্রণে কপ-২৯ সম্মেলনে যাচ্ছেন কলাপাড়ার নারী সংগঠক দুলালী বেগম।

নিউজ রুম / ১০৫
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

 

মো.ফরিদ উদ্দিন,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৬,৭ ও ৮ নং ওয়ার্ডের সরক্ষিত আসনের সাবেক সদস্য,নারী উন্নয়ন ফোরামের সদস্য,প্রাণ প্রকৃতি সুরক্ষা মঞ্চের সদস্য,সমাজ সংগঠক, মোসাম্মৎ দুলালী বেগম জাতিসংঘের আমন্ত্রণে এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় কলাপাড়া উপকূলীয় এলাকার পক্ষ থেকে আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনে যোগ দিতে দুবাই হয়ে ইউরোপ এর আজারবাইজান উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গত শনিবার (৯ নভেম্বর) রাত ৯টায় ঢাকা থেকে এয়ারলাইন্সে দুবাই হয়ে ইউরোপ এর আজারবাইজান রওনা দেন তিনি। জলবায়ুর দ্রুত পরিবর্তনজনিত কারণে উপকূলীয় মানুষের জীবন-যাত্রায় বিরুপ প্রভাব। জীবন যাত্রায় নেতিবাচক পরিবর্তনের দিকগুলো তুলে ধরে সেখানে সে বক্তব্য দিবেন। জলবায়ুর ন্যায্যতার দাবির স্বপক্ষে যুক্তি উপস্থাপন করবেন।১৫ দিনের এই সন্মেলনে এসব দাবি উপস্থাপন করে কথা বলবেন। এ সফর উপলক্ষে তার জন্য সকলের দোয়া চেয়েছেন তার পরিবারবর্গ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/