• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে গাজীপুরে চাকরি রক্ষা কমিটির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজ রুম / ৩৭
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

 

মোঃ কামাল হোসেন বাবুল,গাজীপুর সংবাদদাতা।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে চাকরি রক্ষা কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সেক্রেটারি নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও চাকরি রক্ষা কমিটির সদস্য মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমান, ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফকির রফিকুল আলম, শিক্ষক প্রতিনিধি সহযোগী অধ্যাপক শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, চাকরি রক্ষা কমিটির মহাসচিব মিয়া হোসেন রানা, যুগ্ম আহŸায়ক আবু হানিফ খন্দকার, সদস্য মোঃ তারিকুল ইসলাম, কর্মচারীদের পক্ষ থেকে ইয়াকুব, মিয়াজ উদ্দিন, রবিউল ইসলাম, শেখ শাহাবুদ্দিন, মোঃ আলমগীর সরকার, জলিলুর রহমান, আব্দুল মতিন, আফজাল হোসেন এবং অন-ক্যাম্পাস শিক্ষার্থী অফিউল, সাহেদ, ফাহিম ফয়সাল। সমাবেশে বক্তারা উপাচার্যকে হত্যার হুমকি দাতাকে দ্রæত আইনের আওতায় এনে গ্রেফতারের জোর দাবি জানান।
সমাবেশে উপ-উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন অত্যন্ত সততা, নিষ্ঠা ও ন্যায়ের পক্ষে এবং জুলাই’৩৬ আন্দোলনের ছাত্র-জনতার প্রত্যাশা নিয়ে কাজ করছেন তখনই কিছু মানুষের বিরাগভাজন হয়েছেন যার প্রতিফলন হিসেবে এ ধরনের হত্যার হুমকি। তিনি এই হুমকির তীব্র নিন্দা করে অনতিবিলম্বে দুষ্কৃতকারীকে গ্রেফতারের আহŸান জানান। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অন-ক্যাম্পাস শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/