বরিশাল (সদর) প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বরিশাল বিভাগীয় কর্মী সভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় বরিশাল নগরীর সদর রোডস্থ বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগর ওলামাদলের সদস্য সচিব হাফেজ মোঃ মাহাজাবিল আল নাঈম খান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক আহবায়ক প্রিন্সিপাল মাওলানা শাহ মোঃ নেছারুল হক।সভায় প্রধান বক্তা ছিলেন, জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা এবিএম রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা রফিকুল ইসলাম আসলামী, জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শাহাদাত হোসেন সবুজ। সভায় সভাপতিত্ব করেন,বরিশাল মহানগর ওলামা দলের আহবায়ক মাওলানা আঃ রহমান তালুকদার।
সভায় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের আলেম ওলামাদের মসজিদ, মাদ্রাসা থেকে চাকুরীচ্যুত করে নানা ভাবে অত্যাচার নির্যাতন করে আমাদের বাকরুদ্ধ করেছিল।পরবর্তীতে ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকারের পতন হলে আমরা আমাদের গনতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি।আজকে আমরা কথা বলতে পারছি।স্বাধীন ভাবে মত প্রকাশের সুযোগ পাচ্ছি।সুতরাং আমাদের সংগঠনকে আরো বেগবান করে গড়ে তুলতে হলে সবাইকে একযোগে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর কাজী সমিতির সভাপতি মাওলানা আঃ রব, যুগ্ম সাধারণ সম্পাদক নকীব আনিছুর রহমান সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওলামা দলের নেতৃবৃন্দ।
tawhidit.top/