• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন।

নিউজ রুম / ২৪
শনিবার, ২ নভেম্বর, ২০২৪

 

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি।।

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (২ নভেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ এ দিবস পালন করা হয়। এ উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি র‍্যালী বেরকরা হয়। র‍্যালী শেষে উপজেলা দরবার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমবায় কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাসিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। আলোচনা শেষে তিনটি সফল সমবায় সমিতিকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

উল্লেখ্য,গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার আওতায় ১১৩ টি সমিতির মোট ২৫ হাজার ৫ শত ৩০ জন সদস্যসহ ৩৪ টি আশ্রয়ন প্রকল্পের সদস্য নিয়ে সমবায় সমিতির কমিটি রয়েছে বলে অফিস সূত্রে জানা যায়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/