• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

আমতলীতে গণ অধিকার পরিষদের পথসভায় সভাপতি ভিপি নুর।

নিউজ রুম / ৫৯
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

 

মোঃ সাইদুর রহমান, আমতলী (বরগুনা) প্রতিনিধি।।

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন, এক ফ্যাসিবাদ বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, সবজি বাজারসহ সারা দেশ যেভাবে দখল করেছিল, তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে। তাদের জায়গা এখানে হবে না। রাজনীতি নতুন ধারায়, নতুন পথে চলবে।’

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে ৪টার দিকে বরগুনা জেলার আমতলী উপজেলার বাদঘাট চৌরাস্তায় গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় গণ অধিকার পরিষদের সভাপতি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, বাংলাদেশের সব শ্রেণির মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্ত-বিরক্ত না হয়, সেভাবে কাজ করবেন। মানুষের পাশে থাকবেন।’

এ সময় গণ-অধিকার পরিষদের বরগুনা জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব শাকিল খান,আমতলী উপজেলা গণ-অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ সাইদুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/