শফিক খান ভোলা সংবাদদাতা।।
ভোলার ইলিশায় রাতের আধারে এক কৃষকের ২০০ শতাধিক লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতের কোন একসময় ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামের কৃষক ইউসুফ আলীর বানিয়ার চরের লাউ ক্ষেতে এমন ঘটনা ঘটেছে। এতে ওই কৃষকের ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
সরে জমিনে গিয়ে জানা গেছে, কৃষক ইউসুফ আলী বানিযার চরের রফিক মালের থেকে নগদ টাকায় রাখা ৩২ শতাংশ জমিতে লাউ চাষ করেন। ক্ষেতে সবেমাত্র লাউ আসতে শুরু করেছিল। কিন্তু এর মধ্যেই তার ক্ষেতে দুর্বৃত্ত হানা দিয়ে ২০০ শতাধিক লাউ গাছ কেটে দেয়।
ক্ষতিগ্রস্ত কৃষক ইউসুফ আলী জানান, লাভের স্বপ্ন নিয়ে ধার-দেনা করে লাউ চাষ করেন তিনি। গত ২৩ অক্টোবর চরের লোমহর্ষক ঘটনার পরে আধিপত্যতা বিস্তারের জেরে একই গ্রামের রফিক মাল ও আবুল বসার সহ আরও কয়েকজন লাউ গাছগুলো কেটে দেন। এতে আমার প্রায় ২ থেকে আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে।
স্থানীয়রা বলেন, ইউসুফ মিয়া রফিক মালের চাষা,সে দির্ঘদিন তাদের থেকে জমি লগ্নি রেখে চাষ করেন। রফিক মাল ইউসুফ মিয়ার মহাজন সে হিসেবে নিজ চাষার ফসল নিজেই নষ্ট করতে পারেন এটা মনে হয় না। তবে এই চরে কয়েকটি গ্রুপ আছে যে কোন গ্রুপের লোকজন রাতের আঁধারে এ ন্যাক্কার জনক ঘটনা ঘটাতে পারে।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসনাইন আহমেদ বলেন লাউগাছ কাটার ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ আসলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
tawhidit.top/