কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালী:কলাপাড়ায় কৃষকের স্বার্থে সরকারী খাল লিজ না দেবার প্রতিবাদ জানিয়ে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দল স্মারক লিপি প্রদান করেছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এ স্মারক লিপি প্রদান করা হয়।
ওই সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন’র নির্দেশে “কৃষক বাঁচলে দেশ বাচঁবে” এ স্লোগানকে সামনে রেখে কলাপাড়া উপজেলার সকল সরকারী খাল ইজারা/লিজ না দেবার জন্য এবং সকল খাল স্লুইজ উম্মুক্ত রাখার দাবীতে স্মারক লিপি প্রদান করেন।
এ সময় কৃষকদের পক্ষে জাতীয়তাবাদী কৃষক দল কলাপাড়া উপজেলা আহবায়ক আব্দুস সালাম তালুকদার, সদস্য সচিব মো.ইব্রাহীম হাওলাদার, যুগ্ম আহবায়ক মো.তুহিন হোসাইন, পৌর কৃষক দল আহবায়ক মো.জসিম মল্লিক সদস্য সচিব মো.আনোয়ার হোসেন, জাতীয়তা বাদী কৃষক দলের মো.সবুজ আলী, মো.ইমরান হোসেন, আবুল কালাম মৃধা, মো.আলআমীন, মো.হান্নান, সমাজসেবক মো.ইয়াকুব খান প্রমুখ।
tawhidit.top/