Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

রেল যোগাযোগ উন্নয়নে ১০ দফা দাবি গাজীপুর বাসীর

নিউজ রুম / ১৩৪
শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

 

কানাল হোসেন (বাবুল) গাজীপুর ঢাকা সংবাদদাতা।। 

ঢাকা-গাজীপুর ট্রনেরে বন্ধ রাখা মাসকি টকিটে, টাঙ্গাইল কমউিটার ও সরিাজগঞ্জ এক্সপ্রসে ট্রনে পুনরায় চালু, জয়দবেপুর স্টশেনে সকল ট্রনেরে স্টপজেসহ গাজীপুর-ঢাকা রলে যোগাযোগ ব্যবস্থার র্সাবকি উন্নয়নরে ১০ দফা দাবি জানয়িছেে গাজীপুর ঐতহ্যি ও উন্নয়ন নামে একটি সংগঠন। দাবি আদায়রে লক্ষে সংগঠনটি আগামী ২১ অক্টোবর জয়দবেপুর জংশনে শান্তপর্িূণ অবস্থান র্কমসূচি পালনরে ঘোষণা দয়িছে।

শনবিার সংগঠনরে নতেৃবৃন্দ গাজীপুর প্রসেক্লাবে সংবাদ সম্মলেনরে আয়োজন করে । এতে সংগঠনরে সভাপতি প্রকৌশলী মো. শামসুল হক লখিতি বক্তব্যে বলনে- জয়দবেপুর-কমলাপুর ও মধ্যর্বতী স্টশেনগুলতিে কমবশেি ১ লক্ষ র্কমজীবীর প্রাত্যহকি যাতায়াত এবং শল্পি-অধ্যুষতি ৭০ লক্ষ জনসংখ্যার গাজীপুর মহানগররে প্রাণকন্দ্রে জয়দবেপুর স্টশেন থকেে প্রতদিনি ২০/২৫ হাজার যাত্রী দশেরে বভিন্নি গন্তব্যে ট্রনেে যাতায়াত করে থাক।ে সড়ক পথরে ভোগান্তরি কারণে রলে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জনপ্রয়ি হচ্ছে এবং ট্রনেরে যাত্রীচাপ দনি দনি বৃদ্ধি পাচ্ছ।ে অথচ অবহলো, অব্যবস্থাপনা ও সীমাহীন র্দুনীতরি কারণে সময়-সাশ্রয়ী, স্বাচ্ছন্দ্যময় ও সম্ভাবনাময় রলে যোগাযোগ ব্যবস্থায় যাত্রীরা প্রতনিয়িত অসহনীয় বড়িম্বনার শকিার হচ্ছ।ে

র্পূবর্বতী সময়গুলতিে শত চষ্টোর পরও কোন বাস্তবসম্মত পদক্ষপে নওেয়া হয়ন।ি র্বতমান অর্ন্তর্বতীকালীন সরকাররে সময়ে যাত্রীদরে বড়িম্বনা দনি দনি আরো খারাপরে দকিে যাচ্ছ।ে এমতাবস্থায়, ৩ সপ্টেম্বের ২০২৪, রলে মন্ত্রণালয়রে সচবি ও র্ঊধ্বতন র্কমর্কতাদরে সাথে র্সাবকি সমস্যা নয়িে ছাত্র ও যাত্রীদরে প্রতনিধিি দলরে একটি সভা অনুষ্ঠতি হয়। সভায় সমস্যা গুলি দ্রুততম যৌক্তকি সময়রে মধ্যে সম্ভাব্য সমাধানরে আশ্বাস প্রদান করনে। এর ধারাবাহকিতায় ১৮ সপ্টেম্বের ডআিরএম ও অন্যান্য বভিাগীয় র্কমর্কতাসহ একটি আলোচনা সভা অনুষ্ঠতি হয়। উক্ত সভায় অক্টোবর থকেে মাসকি টকিটে ও তুরাগ ট্রনেে আরো দুটি কোচ সংযুক্ত করার সদ্ধিান্ত দওেয়া হয় এবং র্পযায়ক্রমে যৌক্তকি সময়রে মধ্যে অন্যান্য সমস্যাগুলি সমাধান করা হবে বলে আশস্ত করনে। কন্তিু এখনো র্পযন্ত সমস্যা গুলরি সমাধান না হওয়ায় ছাত্র ও যাত্রী সাধারণ হতাশ এবং বক্ষিুব্ধ। ছাত্র-জনতা ও যাত্রীদরে পক্ষ থকেে অত্যন্ত আন্তরকিতার সাথে রলে র্কতৃপক্ষরে প্রতটিি স্তরে আলোচনার মাধ্যমে সমাধানরে চষ্টো করা হয়ছে।ে কন্তিু কোন সমাধান না পাওয়ায় এবং রলে র্কতৃপক্ষরে পক্ষ থকেে ন্যূনতম কোন উদ্যোগ না নওেয়ায় দাবীসমূহ আদায়রে লক্ষ্যে গাজীপুররে সাধারণ ছাত্র-জনতা ও যাত্রীদরে পক্ষ থকেে আগামী ২১ অক্টোবর জয়দবেপুর স্টশেনে সকাল ৮ টা থকেে ১০ টা র্পযন্ত শান্তপর্িূণ অবস্থান র্কমসূচি পালনরে সদ্ধিান্ত গ্রহন করা হয়ছে।ে

সংগঠনরে ১০ দফা দাবি গুলো মধ্যে রয়ছে,ে গাজীপুর-ঢাকা বন্ধ রাখা মাসকি টকিটে ৪৫০টাকা পুনরায় চালু করা। তুরাগ ট্রনেে ৪টি মহলিা কোচসহ ১৬টি কোচ সংযুক্ত করে গাজীপুর-ঢাকা একাধকিবার চালানো। টাঙ্গাইল কমউিটার ও সরিাজগঞ্জ এক্সপ্রসে ট্র্রনে পুনরায় চালু করা এবং টঙ্গী ও তজেগাঁও স্টশেনে স্টপজে দয়িে একাধকিবার চলাচল করা। যাত্রী সংখ্যা ও রাজস্ব আয় ববিচেনা করে গাজীপুরে সকল ট্রনেরে যাত্রা বরিতি নশ্চিতি করা এবং আসন সংখ্যা ২’শ থকেে বাড়য়িে ৩ হাজার করা। ভাড়ায় চালতি সকল ট্রনেরে ইজারা বাতলি করে রলে র্কতৃপক্ষরে মাধ্যমে পরচিালনা করা। গাজীপুর থকেে আসন বহিীন টকিটিরে মূল্য এয়ারর্পোট ও কমলাপুর যথাক্রমে ২০ ও ৩০ টাকা নর্ধিারণ করা, টকিটি প্রাপ্তি সহজ করা ও যাত্রী হয়রানি বন্ধ করা। যাত্রী চাহদিা থাকা সত্বওে ঈশা খাঁ, ভাওয়াল ও নোয়াখালী এক্সপ্রসে ট্রনেগুলকিে ২/৩টি কোচ দয়িে চালানো হচ্ছ।ে সকল ট্রনেে কমপক্ষে ১২টি বগি সংযুক্ত করা। ট্রনে ও প্লাটফরম হকার ও ভক্ষিুক মুক্ত রাখা। ঢাকা- গাজীপুর রলে-প্রকল্প দ্রুততম সময়ে সম্পন্ন করা এবং জয়দবেপুর জংশন স্টশেনকে মানসম্মত ব্যবহার উপযোগী করা। জয়দবেপুর স্টশেন সংলগ্ন পশ্চমি দকিে বকিল্প বাইপাস সড়ক নর্মিাণ ও বআিরটি র্টামনিালরে সাথে সংযোগ স্থাপন করা।

সংবাদ সম্মলেনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখনে গাজীপুর সটিি র্কপােরশেনরে সাবকে কাউন্সলির হাসান আজমল ভূঁইয়াা, গাজীপুর আইনজীবী সমতিরি ভারপ্রাপ্ত সভাপতি হাসনিা আক্তার বীথ,ি গাজীপুর ঐতহ্যি ও উন্নয়নরে সহ-সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, সদস্য আলী আকবর ময়িা, গাজীপুর মহানগর ইমাম সমতিরি সভাপতি মাওলানা ফরহাদ হোসনে, জয়দবেপুর জংশনরে সাবকে স্টশেন মাষ্টার মো. শাহজাহান, বষৈম্য বরিোধী ছাত্র আন্দোলনরে শক্ষর্িাথী সামউিল আলম নাবলি, ফারুক ইসলাম প্রমুখ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/