শফিকুল ইসলাম বরিশাল সংবাদদাতাঃ
আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তা মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) উম্মে ইমামা বানিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মোসাম্মৎ দৌলাতুন্নেছা নাজমা ,উপজেলা আনসার কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম সাধারণ সম্পাদক আকাশ মাহমুদ যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ রায় প্রকাশনা সম্পাদক তাশদীদ হায়দার সাজিদ, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অনেকে। এ সময় বক্তারা বলেন বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের অনেক ভূমিকা রয়েছে। দুর্যোগপূর্ণ জেলায় সাইক্লোন সেন্টার নির্মাণের কারণে ঝড় এবং বন্যার সময় সাধারণ জনগণ আশ্রয় নিয়ে থাকে।
tawhidit.top/