Loading ...
  • রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

শারদীয় দুর্গাপূজা উৎসবে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভারতের উদ্বেগ

নিউজ রুম / ২৫১
শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

 

অনলাইন নিউজ ডেস্ক:

বাংলাদেশে দূর্গপূজামণ্ডপে হামলা, মন্দিরের অপবিত্রতা ও ক্ষতির বিষয়ে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ওই বিষয়ে শনিবার (১২ অক্টোবর) দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

এ বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে মায়ের মুকুট চুরির ঘটনায় আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি। এগুলো খুব দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ছাড়া তারা মন্দির এবং দেব-দেবতাদের অপবিত্রকরণ ও ক্ষয়-ক্ষতির একটি নিয়মতান্ত্রিক প্যাটার্ন অনুসরণ করে, যা আমরা বেশ কয়েকদিন ধরে প্রত্যক্ষ করে আসছি।

ওই বিবৃতিতে আরও বলা হয় হিন্দু, সমস্ত সংখ্যালঘু ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ করে এই শুভ শারদীয় দূর্গা উৎসবের সময়ে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/