Loading ...
  • রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

ছাত্র আন্দোলনে গলাচিপায় শহিদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান।

নিউজ রুম / ৮৮
শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

 

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।।

বেগম জিয়া ও তারেক রহমানের পক্ষে গলাচিপায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ পাঁচ পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গলাচিপার নিহতরা হলেন মো.রাসেল (ছাত্র),জাহাঙ্গীর খান (সিএনজি ড্রাইভার),আতিক আহম্মেদ (পেশাজীবী),সাগর গাজী (ছাত্র) ও (শ্রমজীবী) মামুন হাওলাদার। এদের প্রত্যেক পরিবারকে নগদ এ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় পানপট্টি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক মিয়ার বাড়িতে নিহত শহিদ আতিক আহম্মেদের পরিবারকে ৫০ হাজার ও এর আগে শুক্রবার অন্য চার পরিবারকে এ সহায়তা প্রদান করেন। এছাড়াও তিনি শহীদদের কবর জিয়ারত করেন।

এ সফর কালে তিনি চরকাজল,চরবিশ্বাস ও চরশিবা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে পথ চলা শুরু হয়েছে,এর মাধ্যমে দেশনায়ক তারেক রহমান একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী দল সাম্য,ন্যায় বিচার ও অহিংস রাজনীতির ধারা অব্যাহত রাখার জন্য কাজ করে যাবে। আর্থিক সহায়তা প্রদান ও পথ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/