Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ১৩৬ পরিবারের পূনর্বাসন না করে উচ্ছেদ করা যাবেনা,(ইউএনও) রবিউল ইসলাম।

নিউজ রুম / ১০৬
শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩৬ পরিবারের সদস্যদের বিক্ষোভের মুখে উচ্ছেদে পিছুহটেছে রাস্তা নির্মানকারী ঠিকাদারি প্রতিষ্ঠান আরাফাত কনস্ট্রাকশন কোম্পানি,পূনর্বাসনের জায়গা নিশ্চিত না করে উচ্ছেদ না করার নির্দেশ উপজেলা নির্বাহী কর্মকর্তার,স্বস্তি ফিরেছে ১৩৬ পরিবারের মাঝে।

 

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩৬ পরিবারের বিক্ষোভের মুখে উচ্ছেদে পিছুহটেছে রাস্তা নির্মাণ কারী ঠিকাদারি প্রতিষ্ঠান আরাফাত কনস্ট্রাকশন কোম্পানি। শুক্রবার (১১ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই এলাকার বেড়িবাঁধের ঢালে বসবাসকারী জিয়া কলোনীর ভূমিহীন ১৩৬ পরিবারকে উচ্ছেদ করতে গিয়ে স্থানীয়দের প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্যহয়েছে তারা। এসময় ১৩৬ পরিবারের সদস্যরা তাদের পূনর্বাসনের দাবিতে ওই এলাকায় প্লেকার্ড হাতে নিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

 

ভুক্তভোগী পরিবারের সদস্য ইব্রাহিম শিকারী,মোঃ ফোরকান হাওলাদার,মোঃ নুর হোসেন,আনোয়ার মিরা,মোঃ টিপু, মোঃ মনির হাওলাদার,হাসি বেগম সহ অনেকেই জানায়,কোনধরনের পূর্ব নোটিশ ছাড়া আজকে সকালে ভেকুমেসিন নিয়ে উচ্ছেদ করতে আসে ঠিকাদারী প্রতিষ্ঠান আরাফাত কনস্ট্রাকশন কোম্পানি। খবর পেয়ে সকালেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ রবিউল ইসলামের সাথে দেখাকরে ১৩৬ পরিবারের একটি প্রতিনিধি দল। এসময় তারা ওই কর্মকর্তার কাছে তাদের পূনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার আবেদন জানায়। এ সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ভেকুমেশিন নিয়ে কলোনি এলাকায় ঢোকার চেষ্টা করলেই স্থানীয়দের প্রতিবাদের মুখে পড়ে ভেস্তে যায় উচ্ছেদ অভিযান।

 

এরপর দুপুরের দিকে কলাপাড়ার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিত্যকন্ঠ নিউজে উচ্ছেদ প্রস্তুতি কালে এলাকাবাসীর বিক্ষোভ’র একটি ভিডিও ছড়িয়ে পরে। এতে লোকজনকে বলতে শোনাযায় তাদের শরীরের ওপর থেকে গাড়ি চালিয়ে উচ্ছেদ করার হুমকি দিয়েছে উচ্ছেদে অংশ নেওয়া কতিপয় লোকজন। সেখানে এও শোনাযায় রোহিঙ্গারাও এদেশে জায়গা পায় কিন্তু তারা এদেশের নাগরিক হওয়ার পরও কোন থাকার ব্যাবস্থ না করে তাদের বাড়িঘর ভেঙ্গে ফেলা হচ্ছে। এসময় তাদের উচ্ছেদ না করতেও আকুতি করতে শোনাযায় ভিডিওতে।

 

এরপর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের নজরে আসলে। তাৎক্ষণিক ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে উচ্ছেদ না করার নির্দেশ দিয়ে ওই প্রতিষ্ঠান কে কাজ বন্ধরাখার নির্দেশ দিয়েছেন। এ নিয়ে তার অফিসিয়াল ফেসবুক পেজ (ইউএনও কলপাড়া) তিনি একটি লিখিত স্টাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। এমন খবরে স্বস্তি ফিরেছে ১৩৬ পরিবারের সদস্য সহ এলাকাবাসীর মাঝে। তারা উপজেলা নির্বাহীকর্মকর্তা মোঃ রবিউল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

 

এবিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আরাফাত কনস্ট্রাকশন কোম্পানির ইঞ্জিনিয়ার রাকিব হাসান বলেন,আমরা উচ্ছেদ করতে যাইনি। ওই এলাকায় মাটিকাটতে ভেকুমেশিন নিয়েছি। তা দেখে এলাকার লোক ভেবেছে তাদের উচ্ছেদ করা হবে। তবে তিনি আরও জানায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এর সাথে তাদের উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/