Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

রাজনীতি নিষিদ্ধ পবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিউজ রুম / ১৮৩
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

 

মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। অপর দিকে রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান এক অফিস আদেশ দিয়ে রাজনৈতিক সংগঠন ও এর কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ততা পরবর্তী নির্দেশা না দেয়া পর্যন্ত সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাতে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো।

শিগগিরই দুই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে পবিপ্রবি আইন এর ধারা ৪৭ (৫) মোতাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন ও এর কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ততা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করে গত ১৪ আগষ্ট একটি অফিস আদেশ দেয়া হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/