মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি।।
” বিশ্ব শিক্ষক দিবস -২০২৪’ উপলক্ষে পটুয়াখালীর দুমকীতে শনিবার(৫ অক্টোবর) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
দুমকী উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবার আয়োজিত আলোচনা সভায় দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিন। অধ্যক্ষ মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, একেএম আব্দুর রব জোমাদ্দার, নাসিমা বেগম, রফিকুল ইসলাম খান প্রমূখ।
বৃষ্টি উপেক্ষা করে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধানগণ সহ শিক্ষক প্রতিনিধি এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগন বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষা ব্যাবস্থা জাতীয়করণের দাবি করেন।
tawhidit.top/