• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

কলাপাড়ায় হযরত মুহাম্মদ (সাঃ) কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

নিউজ রুম / ১৩
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

পটুয়াখালী কলাপাড়ায় ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন,মাওলানা মোঃ মজিবুর রহমান চুন্নুর,বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ উপজেলা শাখার সদস্য মোস্তাফিজুর রহমান,মাওলানা বিল্লাল, মাওলানা মোঃ আলমগীর,মাওলানা মোঃ রহিম, মাওলানা মোঃ সোলায়মান, বাংলাদেশ জমইয়াতে যুব হিজবুল্লাহ উপজেলা শাখার সদস্য মাওলানা হেমায়েত উদ্দিন,বাংলাদেশ জমইয়াতে ছাত্র হিজবুল্লাহ উপজেলা শাখার সদস্য হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসানপ্রমুখ।

এ সময় বক্তারা বলেন,বর্তমান অন্তর্বর্তী সরকার এর কাছে আহ্বান জানাচ্ছি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কটুক্তি করায় ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কুলাঙ্গার রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। তা না হলে লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হব।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/