• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০২ অপরাহ্ন

জেনে নিন দুর্গাপূজায় যেমন থাকবে আবহাওয়া।

নিউজ রুম / ৩০
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

কদিন পরেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা শুরু হচ্ছে। এই পুজাকে ঘিরে আনন্দ উপভোগ করার প্রস্তুতি নিচ্ছে সনাতনীরা। কিন্তু চলমান বৃষ্টি নিয়ে অনেকেই চিন্তিত। তাই এই চিন্তার সমাধান দিতে দূর্গাপুজায় কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা (bwot)।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতে দূর্গাপুজার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিনের আবহাওয়ার তথ্য তাদের ফেসবুক পেজে পোষ্টের মাধ্যমে প্রচার করেছে সংস্থাটি। সেখানে বলাহয়েছে চলমান বৃষ্টি আগামী আট অক্টোবর পর্যন্ত চলতে পারে। এতে দেশের অনেক এলাকায় বেশ ভারিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে দূর্গাপুজা ৮ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১২ অক্টোবর পর্যন্ত। এই অবস্থায় পুজোর প্রথমদিকে সারাদেশেই বৃষ্টি ভেজা আবহাওয়া থাকতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগ বাদে দেশের বাকি এলাকায় সম্পুর্ন পুজোর ভেতরে প্রতিদিন কমবেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে,সুতরাং বৃষ্টির বিষয়টি মাথায় রেখে পুজোর আয়োজন করতে বলেছে সংস্থাটি।

তারা জানিয়েছে দূর্গাপুজার প্রথম দিন ৮ ই অক্টোবর,বাংলা ২১ শে আশ্বিন ( মহা পঞ্চমী ) এ দিন ঢাকা,খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতেপারে। এছাড়াও দেশের অন্যত্র দুই এক জায়গায় বিচ্ছিন্নভাবে কিছুটা মাঝারি বা ভারী বজ্রবৃষ্টি হতে পারে। তবে
বেশিরভাগ বৃষ্টি হবে দুপুর হতে গভীর রাতের মধ্যে।

পুজোর দ্বিতীয় দিন ৯ ই অক্টোবর,বাংলা ২২ শে আশ্বিন ( মহা ষষ্ঠী )। এদিনও ঢাকা,খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়াও রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির সম্ভাবনা আছে। তাছাড়াও দেশের অন্যত্র দুই এক জায়গায় বিচ্ছিন্নভাবে কিছুটা মাঝারি বা ভারী বজ্রবৃষ্টি হতে পারে। তবে বেশিরভাগ বৃষ্টি দুপুর হতে গভীর রাতের মধ্যে।

পুজোর তৃতীয়দিন ১০ ই অক্টোবর,বাংলা ২৩ শে আশ্বিন ( মহা সপ্তমী )। এদিন খুলনা বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের অন্যত্র দুই এক জায়গায় বিচ্ছিন্নভাবে কিছুটা মাঝারি বা ভারী বজ্রবৃষ্টি হতে পারে। বেশিরভাগ বৃষ্টি দুপুর হতে গভীর রাতের মধ্যে

পুজোর চতুর্থ দিন ১১ ই অক্টোবর,বাংলা ২৪ শে আশ্বিন ( মহা অষ্টমী )। এদিন দেশের কয়েকটি এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে বিচ্ছিন্নভাবে কিছু বজ্রবৃষ্টি হতে পারে, নির্দিষ্ট এলাকা নেই। বেশি সম্ভাবনা দেশের দক্ষিণাঞ্চলে। বেশিরভাগ বৃষ্টি দুপুর হতে গভীর রাতের মধ্যে।

পুজোর পঞ্চম দিন ১২ ই অক্টোবর,বাংলা ২৫ শে আশ্বিন ( মহা নবমী ও বিজয়া দশমী )। এদিন দেশের ২/১ জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে বিচ্ছিন্নভাবে কিছু বজ্রবৃষ্টি হতে পারে। তবে বেশি সম্ভাবনা দেশের দক্ষিণাঞ্চলে/উপকূলে।বেশিরভাগ বৃষ্টি দুপুর হতে গভীর রাতের মধ্যে।

বি:দ্র: আবহাওয়া প্রাকৃতিক কারণে যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই আবহাওয়ার সঠিক তথ্য পেতে ও যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাসে নজর রাখুন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/