• সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

দেশের সকল সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত জারি,জেলেদের সমুদ্রে যেতে মানা।

নিউজ রুম / ১৭
বুধবার, ২ অক্টোবর, ২০২৪
Intense thunderstorm over ocean with lightning.

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় সতর্কতা সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত বার্তাটিতে বলা হয়েছে,সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চট্টগ্রাম,কক্সবাজার,মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন (০৩) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সেই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/