• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

কলাপাড়ায় থামছে না চোরের উৎপাত, আবারও এক রাতে ৪/৫ বাসায় চুরি।

নিউজ রুম / ১৩
সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

পটুয়াখালীর কলাপাড়ায় থামছে না চোরের উৎপাত। গত ৫ আগস্টের পর থেকে উপজেলা ব্যাপী বিভিন্ন বাসাবাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় গত শনিবার ২৮ সেপ্টেম্বর রাতে কলাপাড়া পৌরশহরের রহমতপুরের বাসিন্দা নুরমোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরিফুর রহমানের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এতে তার ঘরের দরজার তালা ভেঙে নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকা ও আট ভড়ি স্বর্ণালংকার লুটে নেয় চোর চক্র। এবিয়ে শিক্ষক আরিফুর রহমান কলাপাড়া থানায় উল্লিখিত মালামাল চুড়ি হয়েছে মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আরও জানান ওই রাতে তার পার্শ্ববর্তী আরও অন্তত ৩ টি বাসায় চুরির ঘটনা ঘটেছে। তার বাসা সহ যে বাসাগুলেতে চুরি হয়েছে ওই সকল বাসায় কেউ ছিলনা বলে তিনি নিশ্চিত করেছেন। এছাড়াও একই রাতে সিনিয়র মাদ্রাসা সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাসরত সোমাটেক ফার্মাসিউটিক্যালসে কর্মরত এম সাইদের বাসায় চুরি হয়েছে। এতে তার ঘরের টেবিলের উপর থাকা নগদ ৩৩৩৫ টাকা নিয়েছে চোর। অপরদিকে তার পাশেই টেবিলে ডায়েরির নিচে থাকা নগদ একুশ হাজার টাকা ছিলো তা ভাগ্যক্রমে নিতে পারেনি। এম সাইদ ও শিক্ষক আরিফুর রহমান বলেন,তাদের দুজনার বাসায় ল্যাপটপ,মোবাইল ও মটরসাইকেল ছিল চোর এ সবের কিছুই নেয়নি। তবে সবকিছু খুইয়ে একেবারে নিঃস্ব শিক্ষক আরিফ তিনি বলেন,তার ভারতে চিকিৎসা করাতে যাওয়ার নগদ অর্থ সহ সবকিছু লুটে নিয়েছে। বর্তমানে তার দিনযাপন অত্যন্ত কষ্ট সাধ্যহয়ে পরেছে তাই খোয়া যাওয়া মাল ও অর্থ ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ’র বক্তব্য নেয়ার জন্য তার অফিসিয়াল মুঠোফোনে কল করলে তিনি তা রিসিভ করেননি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/