• সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিউজ রুম / ২০
সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

 

শফিকুল ইসলাম বরিশাল সংবাদদাতাঃ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালুরপাড় গ্রামের রাজ্জাক সরদারের ভাড়াটিয়া নাফিজুল ইসলাম এর স্ত্রী মেঘা বিশ্বাসকে রাত আনুমানিক ৩:৩০ মিনিটের সময়
কালুরপাড় গ্রামের রাজ্জাক সরদারের বাড়ি থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। এ সময় মেগা বিশ্বাসের কাছ থেকে চার বোতল ফেন্সিডিল, মাদক বিক্রিত নগদ ৩৩ হাজার ২ শত ৯০ টাকা, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, ব্যাংকের চেক বই, পাসপোর্ট, স্ট্যাম্প, মোবাইল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে এর মধ্যে চারজন পলাতক রয়েছে আসামিকে সোমবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/