কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়ায় যৌতুক দাবি করে না পেয়ে দেড় বছরের মেয়ে সন্তান সহ দুই সন্তান রেখে বাবার বাড়ি চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে স্ত্রীর বিরুদ্ধে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দড়িয়াপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয় ভুক্তভোগী মো.মিরাজ পাহলান তার স্ত্রী সুমাইয়া বেগমকে প্রধান আসামী করে তিন জনের বিরুদ্ধে কলাপাড়া আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরনে জানাযায়,৬ বছর পূর্বে পারিবারিক ভাবে তাদের বিবাহ হয়। তাদের পরিবারে তাওসিন (৪) একটি পুত্র সন্তান ও তাফরিয়া নামের দেড় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। মিরাজ পাহলানের শ্বাশুরি তাকে বিদেশে পাঠানোর কথা বলে এক লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করে। তার টাকা ফেরৎ না দিয়ে উল্টো যৌতুক হিসেবে ৫ কড়া জমি তার স্ত্রী সুমাইয়া বেগমের নামে দলিল করে দিতে বলে। দলিল করে না দেয়ায় স্ত্রী সুমাইয়া তার মা ও মামার সহযোগিতা নিয়ে শিশু সন্তান দুইটিকে ফেলে রেখে র্স্বনা লংকার ও মালামাল সহ মায়ের সাথে বাবার বাড়ি চলে যায়। যাবার সময় বলে তার নামে জমি লিখে না দিলে তালাক দিয়ে অন্যত্র বিবাহ বসিবে। এছাড়া তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা সহ বিভিন্ন প্রকার হুমকিও প্রদান করেন।
এ ব্যপারে অভিযুক্ত সুমাইয়া বেগমে বলেন, আমাকে মেরে আমার সন্তান দুটি ছিনিয়ে নিয়েছে। আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। আদালতের মাধ্যমে আমার সন্তান দুইটি ফেরত পেয়েছি।
tawhidit.top/