• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

আমতলীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা!

নিউজ রুম / ১৭
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

 

মোঃ সাইদুর রহমান, আমতলী (বরগুনা) সংবাদদাতা।।

বরগুনার আমতলীতে বিকাশ,ফ্লেক্সিলোড দোকানদারকে কুপিয়ে হত্যা করে তার কাছে থাকা টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

গতকাল (২৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দিবাগত রাত দশটার দিকে তার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যাবসায়ীর নাম আবুল কাশেম (২৩)। তিনি উপজেলার গুলিশাখালী ইউনিয়নের (২নং ওয়ার্ড) কলাগাছিয়া গ্রামের মোঃ নুর উদ্দিন মোল্লার ছেলে।

স্বজন সূত্রে জানা যায়,আবুল কাশেম কলাগাছিয়া বাজারে বিকাশ,ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক্স মালামালের ব্যবসা করতেন। ঘটনার দিন বাজারের দোকান বন্ধ করে রাত দশটার দিকে ব্যবসার টাকা ব্যাগে নিয়ে বাড়ি কাছে পৌঁছালে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ভাবে কুপিয়ে বাড়ির পাশে ধান খেতে ফেলে রেখে তার সাথে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা ছুটে এসে দ্রুত কাশেম কে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনা শুনেছি, ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/