নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।
পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদীর তীরে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ওই এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও এলাকাবাসী।
রবিবার(২৩ সেপ্টম্বর) বেলা সাড়ে ১০ টায় উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মোল্লা,মো.শাহীন মোল্লা, মো.সোহেল মোল্লা,ভুক্তভোগী কৃষক মো: মোশারফ হাওলাদার,বেল্লাল হোসেন, মোসা.হালিমা আয়শা এবং মেহেদী হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন,ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে টেকসই বেড়িবাঁধ না থাকায় প্রতি অমাবশ্যা ও পূর্ণিমায় জোয়ারে প্লাবিত হয় প্রায় পাঁচ শতাধিক পরিবার। এছাড়াও ওই এলাকার শত শত হেক্টর ফসলী জমি নোনাপানি আক্রান্ত হয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। তাছাড়া জোয়ারের সময় এলাকার রাস্তাঘাট প্লাবিত হয়। এ কারনে বাচ্চারা স্কুলে যাওয়া আসা করতে পারে না। বন্ধ রাখতে হয় রান্না-বান্না। গবাদিপশু পশু নিয়ে পরতে হয় বিড়ম্বনায়। তারা অবিযোগ করে বলেন,এ অবস্থা চলতে থাকলে অবিলম্বে এ এলাকার মানুষের বসতবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হবে।পড়তে হবে খাদ্যসংকটে তাই অবিলম্বে টিয়াখালী লোন্দা গ্রামের নদীর পাড়ে টেকসই বেরী বাঁধের দাবি জানান তারা।
tawhidit.top/