• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নিউজ রুম / ১৪
শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী)।।
বাংলাদেশ জাতীয়তাবদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রিড়া বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম শ্রেনীর আম্পায়ার শওকত আলী দিদারের হত্যার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কলাপাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল শনিবার বেলা ১১টায় কলপাড়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে বিএনপির দলীয় কার্যালয় এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন বাদল মৃধা, সদস্য সচিব রুহুল আমিন ঢালী, পৌর আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলালী ও গোপালগঞ্জ জেলার মহিলা দলের সভানেত্রী রওশনারা’র গাড়ি বহরে হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিড়া বিষয় সম্পাদক শওকত আলী দিদারের মৃত্যু ঘটনায় হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/