• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

কলাপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু।।

নিউজ রুম / ১৬
সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

 

মো: ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে শোযেব (২০ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু কলাপাড়া পৌরসভা এতিমখানা নজরুল ইসলাম সড়ক এলাকার বাসিন্দা কাজী নাজমুল আহসান মিঠুর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শিশু কাজী শোয়েব আহমেদকে নিয়ে তার নানার বাড়ি ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলি গ্রামে বেড়াতে যায়। আজ সোমবার বেলা এগারটায় খেলা করতে গিয়ে বাড়ির সকলের অগোচরে বাড়ির পুকুরে ডুবে যায়। পরে শিশুর নানী পুকুরের কিনারায় শিশুটিকে ভাসতে দেখে। তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/