• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

কলাপাড়ায় জনসমুদ্রে পরিনত হয়েছে এবিএম মোশাররফ হোসেনের গন সংবর্ধনা।

নিউজ রুম / ১৪
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

 

মো: ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। তবে দুর্নীতিবাজ সহ পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনীর যেসব সদস্যরা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। স্বৈরাচার হাসিনা সরকারের মন্ত্রী এমপি যারা টাকা পাচার করেছে তাদেরকে আইনের আওতায় এনে ওই টাকা ফেরত আনতে হবে। তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর পর মুক্ত সাধীনভাবে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। দীর্ঘ সময় দেশটাকে অবরুদ্ধ করে রেখেছিল ছাত্র-জনতার ভয়ে পালিয়ে যাওয়া খুনি হাসিনা। আর তাকে অবৈধ ভাবে টিকিয়ে রেখেছিল সম্প্রতি আমাদের পানিতে ডুবিয়ে দেয়া দেশ ভারত। আয়না ঘর, গুম খুন সহ সমস্ত অপরাধের বিচার এই বাংলায় হবে।

রবিবার শেষ বিকালে কলাপাড়া উপজেলা বিএনপির আয়োজনে প্রেসক্লাবের সামনে উপজেলা প্রশাসনের মাঠে তাকে গন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাশু সরকার কুট্টি ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মো.মোশতাক আহম্মেদ পিনু সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে এই বিএনপি নেতাকে নিয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় পুরো শহর জনসমুদ্রে পরিনত হয়।

অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী ও মুসা তাওহীদ নান্নু মুন্সির সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাশু সরকার কুট্টি,অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মো.মোশতাক আহম্মেদ পিনু, রাংগাবালী উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান তালুকদার, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো.জাফরুজ্জামান খোকন, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দিন, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল, পটুয়াখালী জেলা বিএনপি, কলাপাড়া-রাঙ্গাবালী বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার হাজার সাধারণ মানুষ।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করেন কলাপাড়া পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো.ফোরকানুল ইসলাম

উল্লেখ্য ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন এই প্রথম কলাপাড়ায় আগমন করেন। এবং গন-সংবর্ধনার গণসংগঠনের যোগদান করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/