কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
উপজাতি রাখাইন সম্প্রদায়ের মাসে ও মিমিসি নামের দুই নারীকে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে ভ‚মিদস্যু রুবেল সিকদারের বিরুদ্ধে। শুক্রবার সকাল ১০ টার দিকে কলাপাড়ার বালিয়াতলি ইউনিয়নের কোম্পানিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
আহতদের ভাই মংচানওয়েন জানান, ভ‚মিদস্যু ও হত্যা মামলার আসামি রুবেল সিকদার এবং নিজাম গাজী ও ফোরকান মৃধার নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসী বাহিনী আমাদের জমিতে লাগানো ধানের চারা উঠিয়ে ফালাইতেছিল। এতে আমার বোন ও ভাবি বাধা দিতে গেলে তাদের দেশীয় অস্ত্র দিয়ে বেধরক মারধর করে। এ সময় আহতদের গলায় ও কানের স্বর্নের জিনিস ছিনিয়ে নিয়ে যায়। তারা মাথায়, পিঠে এবং মাঝায় প্রচুর আঘাত প্রাপ্ত হয়। বর্তমানে তাদের কলাপাড়া হাসপাতালে চিকিৎসা চলমান রয়েছে। তিনি আরো বলেন, রুবেল সিকদার বিগত সরকারের আমলে আমাদের মামলা হামলা করে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে। আমরা অসহায় রাখাইন সম্প্রদায়ের বাসিন্দারা খুনি রুবেল সিকদারের হাত থেকে বাচতে চাই।
অভিযুক্ত রুবেল সিকদার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ জানান, এ বিষয় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
tawhidit.top/