মোঃ রতন মিয়া,পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা।।
এসো আমরা সুবিধাবঞ্চিতদের জন্য দুর্ভোগের অন্ধকার রাতগুলি দূর করি; তাদের হাতে সমবেদনার উষ্ণ ছোঁয়া রাখি’- এই স্লোগানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ২০২০ খ্রিস্টাব্দে যাত্রা শুরু করেছিলো সেচ্ছাসেবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত বাবনপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
বাংলাদেশের উত্তরের জেলা রংপুরের পীরগঞ্জ উপজেলার ইতিহ্যবাহী মদনখালী ইউনিয়নের অজপাড়া বাবনপুর গ্রাম থেকে তরুণ মেধাবী ছাত্রদের উদ্যোগে গঠিত হয়েছিলো এ অঞ্চলের সেচ্ছাসেবী এই সংগঠনটি। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে গঠিত হলেও পরবর্তীতে আশেপাশের এলাকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অনেক শিক্ষার্থীরাও এই সংগঠনের সঙ্গে প্রতক্ষ্য বা পরোক্ষভাবে জড়িত হয়েছেন।
এছাড়াও তরুণদের উদ্যোগে গঠিত এই মহান সংগঠনের সঙ্গে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও যুক্ত আছেন।
উপজেলার বাবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে সংগঠনের সকল সদস্যের উপস্থিতি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই গত ২০২০ সালের পহেলা জানুয়ারি আত্মপ্রকাশ করে।
রাজিয়া সুলতানা, সহকারী শিক্ষিকা- বাবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাহবুবার রশিদ সুজন, প্রভাষক- পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, আব্দুল হাদি মিয়া,ফিরোজ মাহমুদ, অফিস সহকারী – জনস্বার্থ প্রকৌশন অধিদপ্তর, আবু রায়হান, ব্যাংক কর্মকর্তা- ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মন্জুর হোসেন,রোকন মিয়া কে উপদেষ্টা করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয় যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মাহাদী হাসান ও সাধারণ সম্পাদক শারিকুল ইসলাম। সূচনার পর থেকে এই সংগঠনের সদস্যরা নিয়মতিভাবে সেচ্ছায় রক্তদান করে যাচ্ছেন। যখনি কোনো জরুরি রক্তের প্রয়োজন পড়ছে তখনি বাবনপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা কালক্ষেপণ না করে রক্ত দেওয়ার জন্য ছুটে যাচ্ছেন।
এভাবে গত এক বছরে বাবনপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা রক্তদান করে অনেক মুমূর্ষু রোগীর জীবন বাঁচিয়েছেন। রক্তদান করার পাশাপাশি এই সংগঠনটি অসহায় মানুষের পাশে আর্থিক ভাবে দাঁড়ানো, ইফতার বিতরণ,অসহায় মানুষের মাঝে খাবার ও বস্ত্র সরবরাহ, শিক্ষা, পশুপাখি শিকার থেকে রক্ষা, কুসংস্কার সহ বিভিন্ন সামাজিক সচেতনামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক শারিকুল ইসলাম বলেন, আমাদের এই সেচ্ছাসেবী সংগঠনের ২২ জন এক্টিভ সদস্য যারা রক্ত দান করে মানুষের বিপদে পাশে দাড়িয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে একটু আশ্বাস সাধারণত মানুষদের দিতে চাই আমরা সব সময় মানুষের জীবন বাচাতে রক্ত দিতে প্রস্তুত। আজীবন সেচ্ছাসেবী হিসেবে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে থাকতে চাই।
অপরদিকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহাদী হাসান বলেন, ‘ সকলের সাহায্য ও সহযোদ্ধাদের ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে যাক এই বাবনপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই সংগঠন থেকে সিন্ধু’র সৃষ্টি হোক এমন প্রত্যাশাই করি।
tawhidit.top/