মোঃ সাইদুর রহমান, আমতলী (বরগুনা) সংবাদদাতা।।
বরগুনার আমতলীতে জমি জমা বিরোধকে কেন্দ্র করে ডাকাতি।গলায় ছুরি ঠেকিয়ে নগদ দুই লক্ষ একষাট্টি হাজার টাকা ও পৌনে দুই ভরি স্বর্নালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করেন মধ্য চন্দ্রা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে মিলন হাওলাদার। ডাকাতদল নগদ দুই লক্ষ একষাট্টি হাজার টাকা ও পৌনে দুই ভরি স্বর্নালংকার নিয়ে গেছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাত ১টার দিকে রাতে।
জানাগেছে, উপজেলার মধ্য চন্দ্র গ্রামে মোসলেম হাওলাদার বাড়ী শুক্রবার গভীর রাতে মুখোশধারী ১৫/২০ জনের এক দল ডাকাত ঘরের চালের টিন কেটে ভিতরে প্রবেশ করে। অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের সকলকে জিম্মি করে। পরে দুইটি সুকেজ ও একটি ট্রাঙ্ক ভেঙ্গে নগদ দুই লক্ষ একষট্টি হাজার টাকা ও পৌনে দুই ভরি স্বর্নালংকার নিয়ে যায়। খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে আসলে ডাকাত দল পালিয়ে যায়। ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় একটি খর-কুটার কুড়ে আগুন ধরিয়ে দেয়।
গৃহকর্তা মিলন হাওলাদার বলেন, মুখোশধারী ১৫/২০ জনের ডাকাতদল ঘরের চালের টিন কেটে ভিতরে প্রবেশ করে। পরে ঘরের সবাইকে জিম্মি করে দুইটি সুকেজ ও একটি ট্রাঙ্ক ভেঙ্গে নগদ দুই লক্ষ একষট্টি হাজার টাকা ও পৌনে দুই ভরি স্বর্নাংকার নিয়ে গেছে।
তিনি আরো বলেন, মুখোশধারী হলেও দুলাল হাওলাদারের ছেলে রাশিদুল ও আল আমিন , আলাল হাওলাদারের ছেলে মেহেদী ও জাহিদুল নামের চার ডাকাতকে কন্ঠ শুনে চিনতে পেরেছি। ডাকাতদল যাওয়ার সময় তারা একটি খর-কুটার কুড়ে আগুন দিয়েছে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
tawhidit.top/