• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

কলাপাড়ায় যুবদলের নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

নিউজ রুম / ১০
বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 8; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 69.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 45;

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয়তাবাদী যুবদলের যুগ্ন আহবায়ক মো. সুমন গাজীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে দশটার দিকে পৌরশহরের কুমারপট্টি এলাকায় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করেন।
আহত যুবদল নেতা মো. সুমন গাজী জানান, সকালে নিজ বাসা থেকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিটিংয়ে যাওয়ার পথে আওয়ামীলীগের অফিসের সামনে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এতে তিনি রক্তাত্ত জখম হন। তিনি আরো বলেন, এবি এম মোশারফ হোসেন ভাইয়ের নির্দেশে আমরা বিএনপির নেতা কর্মীরা কলাপাড়াকে শান্ত ও নিরাপদ রাখার কাজে ব্যস্ত রয়েছি ঠিক তখন আওয়ামীলীগের সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়।
কলাপাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. হারুন অর রশিদ বলেন, যুবদলের নেতা সুমন গাজী ওই পথ থেকে বিএনপি অফিসে আসার পথে আওয়ামীলীগের সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। আমরা এর তীব্র নিন্দা জানাই।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/