• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

মহিপুরে বিএনপি নেতাদের হিন্দু-বৌদ্ধ মন্দির পরিদর্শন, পাশে থাকার আশ্বাস

নিউজ রুম / ১১
শনিবার, ১০ আগস্ট, ২০২৪

 

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর মহিপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বিএনপির নেতারা।

শনিবার (১০ আগস্ট) মহিপুর থানাধীন লতাচাপলি ইউনিয়নে বসবাসরত হিন্দু ও রাখাইন সম্প্রদায়ের বিভিন্ন মন্দির পরিদর্শন করে খোঁজ খবর নেন তারা।

এসময় উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপি’র সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ, লতাচাপলি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, সাধারণ সম্পাদক সেলিম হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় লতাচাপলি ইউনিয়নের মংথয়পাড়া, নাইউরীপাড়া, কালাচাঁনপাড়া, আমখোলাপাড়া, মম্বিপাড়া, থঞ্জুপাড়া ও মিশ্রীপাড়া সীমা বৌদ্ধমন্দিরসহ বেশ কিছু মন্দির পরিদর্শন শেষে রাখাইন ও হিন্দু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তায় সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন তারা। পরিদর্শনকালে কয়েকটি অসহায় রাখাইন পরিবারের মাঝে নগদ অর্থ-সহায়তা প্রদান করা হয়।

এ বিষয়ে মহিপুর থানা বিএনপি’র সভাপতি আব্দুল জলিল হাওলাদার ধ্রুববাণী বলেন, ‘দলীয় নির্দেশনায় আমরা সার্বক্ষণিক হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের পাশে রয়েছি। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে কোনো সম্প্রদায়ের উপর কেউ হামলা করলে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে দলীয় ও আইনী ব্যবস্থা নেয়া হবে।’


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/