• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের নতুন অধ্যক্ষ আবুল কালাম

নিউজ রুম / ১৯
বুধবার, ৭ আগস্ট, ২০২৪

 

রাসেল মোল্লা কলাপাড়া।।

মহিলা ডিগ্রী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন মো.আবুল কালাম আজাদমহিলা ডিগ্রী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন মো.আবুল কালাম আজাদ

পটুয়াখালী: ঐতিবাহী কলাপাড়ায় এক মাত্র মহিলা ডিগ্রী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন মো.আবুল কালাম আজাদ। মঙ্গলবার সকাল ১০ টার দিকে তিনি এ পদে যোগদান করেন। এ সময় তিনি সকল শিক্ষকদের নিয়ে দিক নির্দেশনা মূলক মতবিনিময় সভা করেন। তাঁর এ দায়িত্ব পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে এলাকার মানুষ। তিনি কলাপাড়া মহিলা কলেজে অধ্যক্ষ পদে যোগদান করায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
কলেজ সূত্রে জানা গেছে, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজে আবুল কালাম আজাদ ২০০৮ সালে যোগদান করেন। তিনি এখন নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন ও এ পদে যোগদান করেন। মাউশি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. হুমায়ুন করিবকে ১/৭/২৪ তারিখের এক নোটিশে জ্যেষ্ঠ শিক্ষক আবুল কালাম আজাদকে অধ্যক্ষ’র দায়িত্ব দিতে নির্দেশ দিলে ৫/৮/২৪ তারিখ সভাপতি মো.হুমায়ুন কবির ওই নোটিশটি আবুল কালাম আজাদকে হস্তান্তর করেন।
এ ব্যাপারে নতুন অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, কলাপাড়া মহিলা কলেজ অন্যতম বিদ্যাপীঠ কলাপাড়া মহিলা কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজে আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে ঐতিহ্যের স্মারক রাখা এ কলেজটি একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/