পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা;
মাননীয় স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী-র নির্দেশে গত শুক্রবার পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের খালাশপীরে গরুহাটি সংলগ্ন গ্যাস সিলিন্ডারে হিজরাদের (তৃতীয় লিঙ্গ) ৬টি থাকার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
উপজেলা প্রশাসনের সহায়তা আজ (৩ আগষ্ট) শনিবার বিকালে ৬জন তৃতীয় লিঙ্গের মাঝে শুকনো খাবার নগদ অর্থ প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হিজরাদের (তৃতীয় লিঙ্গ) সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,মদনখালী ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্জু।
এসময় উপস্থিত ছিলেন,অত্র ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ সালমা বেগম,ফাতেমা বেগম,ওয়ার্ড সদস্য সুলতান মিয়া প্রমূখ।
tawhidit.top/